Sob Dibi Ke Sob Dibi Pay

সব দিবি কে, সব দিবি কে
সব দিবি পায়
আয় আয় আয়
সব দিবি কে, সব দিবি কে
সব দিবি পায়
আয় আয় আয়
ডাক পড়েছে ওই শোনা যায়
আয় আয় আয়

সব দিবি কে, সব দিবি কে
সব দিবি পায়
আয় আয় আয়

আসবে যে সে স্বর্ণরথে
জাগবি কারা রিক্ত পথে
আসবে যে সে স্বর্ণরথে
জাগবি কারা রিক্ত পথে
পৌষ-রজনী তাহার আশায়
আয় আয় আয়
পৌষ-রজনী তাহার আশায়
আয় আয় আয়

সব দিবি কে, সব দিবি কে
সব দিবি পায়
আয় আয় আয়

ক্ষণেক কেবল তাহার খেলা
হায় হায় হায়
তার পরে তার যাবার বেলা
হায় হায় হায়
ক্ষণেক কেবল তাহার খেলা
হায় হায় হায়
তার পরে তার যাবার বেলা
হায় হায় হায়

চলে গেলে জাগবি যবে
ধনরতন বোঝা হবে
চলে গেলে জাগবি যবে
ধনরতন বোঝা হবে
বহন করা হবে যে দায়
আয় আয় আয়
বহন করা হবে যে দায়
আয় আয় আয়

সব দিবি কে, সব দিবি কে
সব দিবি পায়
আয় আয় আয়
ডাক পড়েছে ওই শোনা যায়
আয় আয় আয়
সব দিবি কে, সব দিবি কে
সব দিবি পায়
আয় আয় আয়

সব দিবি কে, সব দিবি কে
সব দিবি পায়
আয় আয় আয়



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link