Nijhum Sandhay

নিঝুম সন্ধ্যায় পান্থ পাখিরা বুঝিবা পথ ভুলে যায়

নিঝুম সন্ধ্যায় পান্থ পাখিরা বুঝিবা পথ ভুলে যায়
কুলায় যেতে যেতে কী যেন কাকলী আমারে দিয়ে যেতে চায়
নিঝুম সন্ধ্যায়

দূর পাহাড়ের উদাস মেঘের দেশে
ওই গোধূলির রঙিন সোহাগ মেশে

বনের মর্মরে বাতাস চুপিচুপি কী বাঁশি ফেলে রাখে হায়

নিঝুম সন্ধ্যায় পান্থ পাখিরা বুঝিবা পথ ভুলে যায়
নিঝুম সন্ধ্যায়

কোন অপরূপ অরূপ রূপের রাগে
সুর হয়ে রয় আমার গানের আগে

স্বপন কথাকলি ফোটে কি ফোটে না, সুরভি তবু আঁখি ছায়

নিঝুম সন্ধ্যায় পান্থ পাখিরা বুঝিবা পথ ভুলে যায়
কুলায় যেতে যেতে কী যেন কাকলী আমারে দিয়ে যেতে চায়
নিঝুম সন্ধ্যায়



Credits
Writer(s): Bhushan Dua
Lyrics powered by www.musixmatch.com

Link