Ruposhi Dohai Tomar

রূপসী দোহাই তোমায়
তোমার ওই চোখের পাতায়
আমাকে কাজল লতার কালি করো
রূপসী দোহাই তোমায়
তোমার ঐ চোখের পাতায়
আমাকে কাজল লতার কালি করো

ও চোখে কত মধু
কেন যে শুধু শুধু
ও চোখে কত মধু
কেন যে শুধু শুধু
আমাকে, তোমার চোখের, বালি করো
রূপসী দোহাই তোমায়
তোমার ঐ চোখের পাতায়
আমাকে কাজল লতার কালি করো

তুমি যে গোলাপ যূথি চম্পা বকুল
বাগানের নাম করা সব বাহারি ফুল
তুমি যে গোলাপ যূথি চম্পা বকুল
বাগানের নাম করা সব বাহারি ফুল
তোমাকে করবো যতন
ফোটাবো মনের মতন
তোমাকে করবো যতন
ফোটাবো মনের মতন
করোনা, আমায় তোমার, মালী করো
রূপসী দোহাই তোমায়
তোমার ঐ চোখের পাতায়
আমাকে কাজল লতার কালি করো

ও মনে রয়না যেন অন্য কিছুই
ওখানে থাকবো ওগো আমি শুধুই
ও মনে রয়না যেন অন্য কিছুই
ওখানে থাকবো ওগো আমি শুধুই
তোমার ওই ভালোবাসায়
কাটাবো জীবন যে হায়
তোমার ওই ভালোবাসায়
কাটাবো জীবন যে হায়
করোনা, মনটা তোমার, খালি করো

রূপসী দোহাই তোমায়
তোমার ঐ চোখের পাতায়
আমাকে কাজল লতার কালি করো



Credits
Writer(s): Hemanta Mukherjee, Pulak Banerjee
Lyrics powered by www.musixmatch.com

Link