Chikan Goyalini

চিকন গোয়ালিনী, রসের বিনোদিনী
এ রূপ যৌবন তোমার জোয়ারের পানি রে, চিকন গোয়ালিনী
চিকন গোয়ালিনী, রসের বিনোদিনী
এ রূপ যৌবন তোমার জোয়ারের পানি রে, চিকন গোয়ালিনী

নিত্য নিত্য যাও গো রাধে আমারে ভাড়াইয়া
নিত্য নিত্য যাও গো রাধে আমারে ভাড়াইয়া
আজি খেয়ার কড়ি লইবো নৌকাতে বসাইয়া রে, চিকন গোয়ালিনী

চিকন গোয়ালিনী, রসের বিনোদিনী
এ রূপ যৌবন তোমার জোয়ারের পানি রে, চিকন গোয়ালিনী
চিকন গোয়ালিনী

তুমি তো গোয়ালের কন্যা, আমি তোমায় চিনি
তুমি তো গোয়ালের কন্যা, আমি তোমায় চিনি
মথুরাতে বেচো দধি মিশাইয়া পানি রে, চিকন গোয়ালিনী

চিকন গোয়ালিনী, রসের বিনোদিনী
এ রূপ যৌবন তোমার জোয়ারের পানি রে, চিকন গোয়ালিনী
চিকন গোয়ালিনী

সকল সখী পার করিতে নেব আনা আনা
সকল সখী পার করিতে নেব আনা আনা
তোমারে যে পার করিতে নেব কানের সোনা রে, চিকন গোয়ালিনী

চিকন গোয়ালিনী, রসের বিনোদিনী
এ রূপ যৌবন তোমার জোয়ারের পানি রে, চিকন গোয়ালিনী
চিকন গোয়ালিনী, চিকন গোয়ালিনী, চিকন গোয়ালিনী



Credits
Writer(s): Traditional
Lyrics powered by www.musixmatch.com

Link