Ami Tumi O Akash

আকাশটা নেমে আসতে চেয়েছিল
তোমাকে সপ্তসুরের এক ঐন্দ্রালিক ঝুনঝুনি দিতে
তুমি আকাশ নয়, আমাকেই টেনে নিলে
নির্জলা প্রেমে জীবন রাঙাতে
আকাশ তোমাকে শোনাতে চেয়েছিল
দিন-রাত্রির পালাবদলের আখ্যান
নক্ষত্রের গান বা চাঁদ গলে কেন জোছনা হয় সেই গল্প
মেঘের অভিমান, কেন বৃষ্টি হয়, সেটাও বলতে চেয়েছিল অল্প

আকাশ আরো চেয়েছিল তোমাকে দিগন্তে নিয়ে যেতে
তুমি আকাশের আকুলতা শোনোনি কান পেতে
তুমি আমাকে মনে করেছিলে গনগনে সূর্যালোক
আমার দীনতাকে মেনে বলেছিলে, "জীবনের জয় হোক"

আমি আলোয় ভরিয়ে দেবো তোমার জীবন
এই স্বপ্নাতুর ভাবনায় ছিলে মশগুল
অথচ হায়, আমি এক নিদারুণ ভুল
বিচ্ছেদে ভেঙেছে তোমার স্বপ্ন
আজ বিরহ ফোটায় হুল
আমি জীবন বিমুখ বিষন্ন পথিক
আকাশ বদলায়নি একচুল



Credits
Writer(s): Kundan Saha, Darpan Kabir
Lyrics powered by www.musixmatch.com

Link