Abar Kano Pichu Daako

সেই তুমি আবার কেন
আমায় পিছু ডাকো
আজ আমি উদাসী
অর্বাচীন অকারণ

রাত জেগে আছি আমি
নিশ্চুপ ছিল এ সময়
কিছু না বলা কথা
অনুভূতির কল্পনায়

সম্পর্কের শেষ পাতায়
আসল চরিত্র বোঝা যায়
সকলেই বলে মরণ অনেক
জীবন নাকি ছিল একটাই

সেই তুমি আবার কেন
আমায় পিছু ডাকো

বেঁচে আছি স্মৃতির পাতায়
হচ্ছে না কোনো ভয়াবহ মরণ
নিকোটিন ভরা এই বুক জ্বলে
অবিরত কেন রক্তক্ষরণ

মস্তিষ্কের দরজায় দরজায়
স্বপ্নেরা এসে এত কেন হাজির হয়
ক্ষতবিক্ষত শিরায় শিরায়
বিষ ঢেলেছিলে খুবই সস্তায়

সেই তুমি আবার কেন
আমায় পিছু ডাকো



Credits
Writer(s): Priyotosh Banerjee
Lyrics powered by www.musixmatch.com

Link