Kal Shara Raat (From "Generation Aami")

ভাবছ তুমি, ভাবছি আমি- বেলা গেলো
ঘরের ছেলে ঘরেতে ফিরল না কেন?

আসে গানের কথা, আসে সুর কিছু
আসে শরীরটা তার, তবু আসে না সে তো
আসে ফিরে দেখা, আসে পথ কিছু
তবু কেন ঘরে ফেরে না মন

কাল সারারাত ভেবে দেখেছি
কাল সারারাত আমি অনেক ঘুরে ঘরে ফিরেছি

ভাবছ তুমি, ভাবছি আমি- সময় গেল
ঘরের ছেলে ঘুম থেকে উঠল না কেন?
ভাবছ তুমি, ভাবছি আমি- সময় গেল
ঘরের ছেলে ঘুম থেকে উঠল না কেন?

আসে ঘুমের কথা, আসে পরী কিছু
আসে চাঁদের আলো, তবু আসে না সে তো
আসে সকাল হাওয়ার সাথে রোদ কিছু
তবু কেন জেগে ওঠে না মন?

কাল সারারাত ভেবে দেখেছি
কাল সারারাত আমি অনেক ঘুরে ঘরে ফিরেছি

ভেবে নিতে পারো
থেকে গেছি আরো
ভেবে নিতে পারো
থেমে গেছি আরো
জমেছি কমেছি আমি কম বেশি
দিয়ে গেছি তোমাদের ফেলে আসা দিন

কাল সারারাত ভেবে দেখেছি
কাল সারারাত



Credits
Writer(s): Prasen, Arindom
Lyrics powered by www.musixmatch.com

Link