Mahi Re

(মাহি রে)

(মাহি রে)

এক ফালি রোদ এসে হাতছানি ভিনদেশে
নীল আসমানি মনমানী যে আজ
সারাদিন तेरे बिन কেটেছে এত দিন
চল ঘরছাড়া, মন কাড়া মেজাজ

মাহি রে, ও মাহি রে
চল পায়ে পায়ে নিখোঁজ হয়ে যাই
মাহি রে, ও মাহি রে
নীল চোখের তারায় নিজেকে হারাই

(মাহি রে)

(মাহি রে)

আজ উদাস হাওয়ায় ছুটির ডাকে অনেক কল্পনা
সব ঘরের বাঁধন টুকরো করে প্রেমের জল্পনা
ওই সোনা জলে মরীচিকা, ইচ্ছেরা স্বাধীন
হোক বালির ঢেউয়ে সারাবেলা অপেক্ষা রঙিন

হঠাৎই পাগলামি, তোর মুচকি হাসি-ঝড়
খুশির এই মোহনায় হোক নতুন খেলাঘর

মাহি রে, ও মাহি রে
চল পায়ে পায়ে নিখোঁজ হয়ে যাই
মাহি রে, ও মাহি রে
নীল চোখের তারায় নিজেকে হারাই

(মাহি রে)

(মাহি রে)

নীল আকাশ-ভেলায় মন বেচারা মেঘের সন্ধানে
তোর খেলনা পুতুল রান্নাবাটি এবার সঙ্গে নে
দিন হোক না ছোটো পালকি উড়া বুকের অন্তরে
তোর ছোট্টবেলার মন পাখিটা থাকুক অন্দরে

ঘুরে দেখ, চারপাশে শুধু আলোর চলাচল
দু'ঠোঁটের আড়ালে আজ মনের কথা বল

মাহি রে, ও মাহি রে
চল পায়ে পায়ে নিখোঁজ হয়ে যাই
মাহি রে, ও মাহি রে
নীল চোখের তারায় নিজেকে হারাই

মাহি রে
(মাহি রে)



Credits
Writer(s): Jeet Ganguly, Raja Chanda
Lyrics powered by www.musixmatch.com

Link