Mahi Re

ਮਾਹੀ রে
ਮਾਹੀ রে

এক ফালি রোদ এসে
হাতছানি ভিনদেশে
নীল आसमानी, মনমানী যে আজ
সারাদিন, तेरे बिन
কেটেছে এত দিন
চল ঘরছাড়া, মন কাড়া মেজাজ
ਮਾਹੀ রে, ও ਮਾਹੀ রে
চল পায়ে পায়ে নিখোঁজ হয়ে যাই
ਮਾਹੀ রে, ও ਮਾਹੀ রে
নীল চোখের তারায় নিজেকে হারাই

ਮਾਹੀ রে
ਮਾਹੀ রে

আজ উদাস হাওয়ায়
ছুটির ডাকে অনেক কল্পনা
সব ঘরের বাঁধন
টুকরো করে প্রেমের জল্পনা
ঐ সোনা জলে মরীচিকা
ইচ্ছেরা স্বাধীন
হোক বালি ঢেউয়ে
সারাবেলা অপেক্ষা রঙিন
হঠাৎই পাগলামি
তোর মুচকি হাসি ঝড়,
খুশির এই মোহনায়
হোক নতুন খেলাঘর
ਮਾਹੀ রে, ও ਮਾਹੀ রে
চল পায়ে পায়ে নিখোঁজ হয়ে যাই
ਮਾਹੀ রে, ও ਮਾਹੀ রে
নীল চোখের তারায় নিজেকে হারাই

ਮਾਹੀ রে
ਮਾਹੀ রে



Credits
Writer(s): Gautam Sushmit, Jeet Gannguli
Lyrics powered by www.musixmatch.com

Link