Prithibi Bodle Geche

পৃথিবী বদলে গেছে, বদলে গিয়েছো তুমি
বদলাইনি, বদলাইনি শুধু আমি
পৃথিবী বদলে গেছে, বদলে গিয়েছো তুমি
বদলাইনি, বদলাইনি শুধু আমি

চেনা শহরটা পাল্টে গেল
নেই সে পথটা আগের মতো
পোশাকের মতো সব পুরোনো করে
পাল্টালে তুমিও ঠিক তত
তোমার হৃদয়টা হয়েছে ক্ষয়
এখন অনেক তুমি দামি

বদলাইনি, বদলাইনি শুধু আমি
বদলাইনি, বদলাইনি শুধু আমি

যেমন কথা ছিলো, তেমনই আছি
তোমাতেই ভিন্ন সুখের বসবাস
আমার আকাশটা এখনও নীল
পাল্টে গেল শুধু তোমার আকাশ
ওই নীল আকাশে স্বপ্ন উড়াও
চাষ করো নতুন এক জমি

বদলাইনি, বদলাইনি শুধু আমি
বদলাইনি, বদলাইনি শুধু আমি

পৃথিবী বদলে গেছে, বদলে গিয়েছো তুমি
বদলাইনি, বদলাইনি শুধু আমি
পৃথিবী বদলে গেছে, বদলে গিয়েছো তুমি
বদলাইনি, বদলাইনি শুধু আমি

বদলাইনি, বদলাইনি শুধু আমি
বদলাইনি, বদলাইনি শুধু আমি



Credits
Writer(s): Gauriprasanna Mazumdar, Shyamal Mitra
Lyrics powered by www.musixmatch.com

Link