Ei Duniya

এই দুনিয়া কিছুই না
আছে আরেক দুনিয়া
এই দুনিয়া কিছুই না
আছে আরেক দুনিয়া
ছয় শয়তানের কুমন্ত্রণায়
অন্ধকারে যাইয়ো না
ভুল পথে যাইয়ো না

এই দুনিয়া কিছুই না
আছে আরেক দুনিয়া
ছয় শয়তানের কুমন্ত্রণায়
অন্ধকারে যাইয়ো না
ভুল পথে যাইয়ো না

এই দুনিয়া কিছুই না
আছে আরেক দুনিয়া
এই দুনিয়া কিছুই না
আছে আরেক দুনিয়া

আল্লাহ-নবীর নাম বলো
দ্বীনের পথে তুমি চলো
আল্লাহু আল্লাহ
সঙ্গী-সাথী যারা ভালো
তাদের সঙ্গে তুমি চলো
আল্লাহু আল্লাহ

আল্লাহ-নবীর নাম বলো
দ্বীনের পথে তুমি চলো
আল্লাহু আল্লাহ
সঙ্গী-সাথী যারা ভালো
তাদের সঙ্গে তুমি চলো
আল্লাহু আল্লাহ

ভুল মানুষের কুমন্ত্রণায়
উল্টা-পাল্টা খাইয়ো না
বেহুঁশ তুমি হইয়ো না

এই দুনিয়া কিছুই না
আছে আরেক দুনিয়া
ছয় শয়তানের কুমন্ত্রনায়
অন্ধকারে যাইয়ো না
ভুল পথে যাইয়ো না

এই দুনিয়া কিছুই না
আছে আরেক দুনিয়া
এই দুনিয়া কিছুই না
আছে আরেক দুনিয়া

ন্যায়-নীতির পথ ধরো
বাজে অভ্যাস ত্যাগ করো
আল্লাহু আল্লাহ
পরনিন্দা বন্ধ করো
নিজের দোষ আগে ধরো
আল্লাহু আল্লাহ

ন্যায়-নীতির পথ ধরো
বাজে অভ্যাস ত্যাগ করো
আল্লাহু আল্লাহ
পরনিন্দা বন্ধ করো
নিজের দোষ আগে ধরো
আল্লাহু আল্লাহ

অসৎ নারীর ছলনাতে
চিৎপটাং হইয়ো না
জাহান্নামে যাইয়ো না

এই দুনিয়া কিছুই না
আছে আরেক দুনিয়া
এই দুনিয়া কিছুই না
আছে আরেক দুনিয়া
ছয় শয়তানের কুমন্ত্রণায়
অন্ধকারে যাইয়ো না
ভুল পথে যাইয়ো না

এই দুনিয়া কিছুই না
আছে আরেক দুনিয়া
ছয় শয়তানের কুমন্ত্রণায়
অন্ধকারে যাইয়ো না
ভুল পথে যাইয়ো না

এই দুনিয়া কিছুই না
আছে আরেক দুনিয়া
এই দুনিয়া কিছুই না
আছে আরেক দুনিয়া



Credits
Writer(s): Traditional, Simran Singh
Lyrics powered by www.musixmatch.com

Link