Dil Diya Jare

হেরে গিয়েছি জীবনের বাজি
পেলাম শুধু চোখের জল ও রে
দিল দিয়া যারে ভালবাসিলাম
মন দিয়া যারে ভালবাসিলাম
সে তো হইল না আমার ।

তোমরা তো সেই ভ্রোমরা জাতি
ফুলে ফুলে মধু খাও রে
ফুলের ও মধু শুখাইয়া গেলে
আর না ফিরা বন্ধু চাও রে ।

আশা ছিল বন্ধুয়া সনে
বাঁধব সুখের একটা ঘর ও রে
সেই না ঘর ও উড়াইয়া নিল
কালবৈশাখী একটা ঝড় ও রে ।

মুনীর সরকার বন্ধুয়ার প্রেমে
পুইড়া হইছে বন্ধু কালা রে
পোড়ায় পোড়ায় কলিজা অঙ্গার
আর তো পোড়ার জায়গা নাই ও রে ।

Post navigation



Credits
Writer(s): Jalal, Kisor, Rudro
Lyrics powered by www.musixmatch.com

Link