Matir Ghare Aaj Nemechhe (From "Vidyasagar")

মাটির ঘরে আজ নেমেছে চাঁদ রে
আজ নেমেছে চাঁদ
মাটির ঘরে আজ নেমেছে চাঁদ রে
আজ নেমেছে চাঁদ

বলি, "ও চকোরী"
বলি, "ও চকোরী, চোখে মেলে দেখ
মিটুক মনের সাধ রে"
বলি, "ও চকোরী, চোখে মেলে দেখ
মিটুক মনের সাধ রে"

মাটির ঘরে আজ নেমেছে চাঁদ রে
আজ নেমেছে চাঁদ

কেন ঘোমটা দিয়ে মুখ লুকালি?
কেন ঘোমটা দিয়ে মুখ লুকালি?
এলো যে তোর বর
কেন ঘোমটা দিয়ে মুখ লুকালি?
এলো যে তোর বর

ও যে বাঁকা ভুরুর ধনুর টানে
ছড়ায় ফুলসর
ও যে বাঁকা ভুরুর ধনুর টানে
ছড়ায় ফুলসর

যেন পালিয়ে না যায়
যেন পালিয়ে না যায়
চরণ দু'টি পরান দিয়ে বাঁধ রে
যেন পালিয়ে না যায়
চরণ দু'টি পরান দিয়ে বাঁধ রে

মাটির ঘরে আজ নেমেছে চাঁদ রে
আজ নেমেছে চাঁদ

রসিক ভ্রমর তুমি, হে বর
তুমি রসের বঁধু
রসিক ভ্রমর তুমি, হে বর
তুমি রসের বঁধু

ফুলেরে শুষিয়া আগে
পরে খেয়ো মধু
ফুলেরে শুষিয়া আগে
পরে খেয়ো মধু

সিঁথায় দিও সোহাগ সিঁদুর
চরণধূলি মাথে
সিঁথায় দিও সোহাগ সিঁদুর
চরণধূলি মাথে

চাঁদমুখে তাম্বুল দিও
শঙ্খ-বালা হাতে
আহা, চাঁদমুখে তাম্বুল দিও
শঙ্খ-বালা হাতে

আজ হৃদয় দিয়া
আজ হৃদয় দিয়া হৃদয় ধরো
পেতে প্রেমের ফাঁদ রে
আজ হৃদয় দিয়া হৃদয় ধরো
পেতে প্রেমের ফাঁদ রে

মাটির ঘরে আজ নেমেছে চাঁদ রে
আজ নেমেছে চাঁদ
বলি, "ও চকোরী, চোখে মেলে দেখ
মিটুক মনের সাধ রে"

মাটির ঘরে আজ নেমেছে চাঁদ রে
আজ নেমেছে চাঁদ



Credits
Writer(s): Robin Chatterjee
Lyrics powered by www.musixmatch.com

Link