Onnosomoy

আর্তনাদে হিঁচড়ে পড়ছে বেদনা
হৃদয়ের কলুষতা বিষাক্ততা
দূষিত করেছে আমায়
সমাজের নিত্য চাপে

আর্তনাদে হিঁচড়ে পড়ছে বেদনা
হৃদয়ের কলুষতা বিষাক্ততা
দূষিত করেছে আমায়
সমাজের নিত্য চাপে

গ্রাস করেছে আমাকে
গ্রহণ লেগেছে সত্তায়
দাসত্বের দাস হয়ে ফিরছি
বিবাগী পথিকের বেশে
বারে বারে একই ঠিকানায়
বিবাগী পথিকের বেশে
বারে বারে একই ঠিকানায়

মানুষ এগিয়ে যায় অন্যসময়ে
আকাশ বদলে যায় অন্য আকাশে
দেহের বায়ু ক্রমশ ফুরিয়ে
জীবনের চাহিদা কিছু বাকি রয়ে যায়
হৃদয়ের পাখি এখনও বন্দী খাঁচায়
জীবনের সীমানা দূরে দেখা যায়

মুক্তির সিঁড়ি পেরিয়ে
কে বা কার দেখা পায়
দাসত্বের দাস হয়ে ফিরছি
বিবাগী পথিকের বেশে
বারে বারে একই ঠিকানায়
বিবাগী পথিকের বেশে
বারে বারে একই ঠিকানায়



Credits
Writer(s): Artcell
Lyrics powered by www.musixmatch.com

Link