Bolchi Tomar Kane Kane (Bengali Romantic Mashup)

বলছি তোমার কানে কানে, আমার তুমি
ও, বলছি আমার গানে গানে, আমার তুমি
আজকে আমার প্রাণ পেয়েছে অনেক নতুন ভাষা
অনেক দিনের স্বপ্ন যে, অনেক নতুন আশা

সইলো না, সইলো না, সইলো না
ভালোবাসা তো সইলো না
সইলো না, সইলো না, সইলো না
ভালোবাসা তো সইলো না

রাত কি চলে যাবে না বলে
রাত কি চলে যাবে না বলে

হালকা হালকা দাগ দাগ
সোনালি দিন অনুরাগ
তুমি আমি আজ আপন
চাই কি চাই না বলো মন

নেশা, এ নেশা
হায় রে, নেশা মন তো জানে না
কারণ-বারণ মন তো মানে না, ও
হায় রে, নেশা মন তো জানে না
কারণ-বারণ মন তো মানে না

আমি মন দিয়েছি, মনটা নিতে চাই
একটু তোমায় ডাকছি কাছে তাই
আমি অনেক জেনেশুনে এই নিয়েছি মেনে
তোমার মতো সঙ্গী কোথাও নাই, নাই, নাই, নাই

ইমন বলো, বসন্ত বলো, তোমার জন্য সবই
বেহাগ বলো, বাহার বলো, ভৈরবী বা পূরবী
সঙ্গীতে আজ আমরা দু'জন এক হয়ে যে রই
তুমি বাঁশি, আমি বীণা হয়ে সুরে সুরে কথা কই

সে কেন আমায় বুঝলো না
আমি তাকে ভালোবাসি এখনো
তার ব্যথা ভাবি মোর ব্যথা
তার সুখে আমি হাসি এখনো
সে কেন আমায় বুঝলো না
আমি তাকে ভালোবাসি এখনো

সব লাল পাথরই তো চুনি হতে পারে না
সব প্রেম মিলনের মালা পেতে পারে না
পাশাপাশি দুটি ফুল ফোটে যে বাগিচায়
একজন ঠাঁই পায় দেবতার দু'টি পায়

চিরদিনই তুমি যে আমার
যুগে যুগে আমি তোমারই
আমি আছি সেই যে তোমার
তুমি আছো সেই আমারই
সঙ্গী, সঙ্গী
আমরা অমর সঙ্গী



Credits
Writer(s): Anwesshaa, Raj Barman
Lyrics powered by www.musixmatch.com

Link