Ogo Amar Chiro Achena

ওগো আমার চির-অচেনা পরদেশী
ক্ষণতরে এসেছিলে নির্জন নিকুঞ্জ হতে কিসের আহ্বানে
ওগো আমার চির-অচেনা পরদেশী

যে কথা বলেছিলে ভাষা বুঝি নাই তার
যে কথা বলেছিলে ভাষা বুঝি নাই তার
আভাস তারি হৃদয়ে বাজিছে সদা
যেন কাহার বাঁশির মনোমোহন সুরে

ওগো আমার চির-অচেনা পরদেশী

প্রভাতে একা বসে গেঁথেছিনু মালা
ছিল পড়ে তৃণতলে অশোকবনে
প্রভাতে একা বসে গেঁথেছিনু মালা
ছিল পড়ে তৃণতলে অশোকবনে

দিনশেষে ফিরে এসে পাই নি তারে
দিনশেষে ফিরে এসে পাই নি তারে
তুমিও কোথা গেছ চলে
তুমিও কোথা গেছ চলে
বেলা গেল, হল না আর দেখা

ওগো আমার চির-অচেনা পরদেশী
ক্ষণতরে এসেছিলে নির্জন নিকুঞ্জ হতে কিসের আহ্বানে
ওগো আমার চির-অচেনা পরদেশী



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link