Tobuo Thik Achhe

তোমার জল, তোমার রং
তোমার সব, মন কেমন
তোমার কাছে

তোমার সব, অসম্ভব
ভরতি খাতায়, শহীদের স্তব
তোমার কাছে

আহা আ
আহা আ

তোমার ঘর, তোমার ছাদ
দেওয়ালের অবসাদ
তোমার কাছে

তবুও ঠিক আছে
তবুও ঠিক আছে
তবুও ঠিক আছে

তবুও ঠিক আছে
তবুও ঠিক আছে
তবুও ঠিক আছে

পারলে শব্দ হয়ো
ভিড়েও স্তব্ধ হয়ো
তোমার উপলব্ধি
নেই নেই নেই নেই

শরীর মন দিলোনা
আসলে কেও ছিলনা
একটাই দিন শতাব্দীতেই
এই এই এই
নেই নেই নেই নেই

তোমার প্রেম, তোমার স্বাদ
আমার প্রেমিক প্রতিবাদ
তোমার কাছে

সবই কি ঠিক আছে?
সবই কি ঠিক আছে?
সবই কি ঠিক আছে?

বলনা ঠিক আছে
বলনা ঠিক আছে
বলনা ঠিক আছে

তবুও ঠিক আছে
তবুও ঠিক আছে
তবুও ঠিক আছে



Credits
Writer(s): Cactus
Lyrics powered by www.musixmatch.com

Link