Ogo Bideshini (From "Ahare Mon")

আমি আকাশে পাতিয়া কান
শুনেছি শুনেছি তোমারি গান
আমি তোমারে সঁপেছি প্রান
ওগো বিদেশিনী
ওগো বিদেশিনী
তুমি থাকো সিন্ধু পারে
ওগো বিদেশিনী...
ওগো বিদেশিনী...

তোমায় দেখেছি শারদ প্রাতে তোমায়
দেখেছি মাধবী রাতে তোমায়
দেখেছি
হৃদিমাঝারে
ওগো বিদেশিনী...
তুমি থাকো সিন্ধু পারে
ওগো বিদেশিনী...

ওগো বিদেশিনী...

ডুবানো গনিয়া শেষে আমি এসেছি নূতন দেশে
আমি অতিথি তোমারি দ্বারে
ওগো বিদেশিনী
ওগো বিদেশিনী
তুমি থাকো সিন্ধু পারে
ওগো বিদেশিনী...
ওগো বিদেশিনী...
আমি চিনি গো চিনি তোমারে
ওগো বিদেশিনী
তুমি থাকো সিন্ধু পারে
ওগো বিদেশিনী...
আমি চিনি গো চিনি তোমারে
ওগো বিদেশিনী



Credits
Writer(s): Neel Dutt
Lyrics powered by www.musixmatch.com

Link