Tomora Hasiya Bohiya Choliya Jao

তোমরা হাসিয়া বহিয়া চলিয়া যাও
কুলুকুলুকল নদীর স্রোতের মতো
তোমরা হাসিয়া বহিয়া চলিয়া যাও
কুলুকুলুকল নদীর স্রোতের মতো
আমরা তীরেতে দাঁড়ায়ে চাহিয়া থাকি
আমরা তীরেতে দাঁড়ায়ে চাহিয়া থাকি
মরমে গুমরি মরিছে কামনা কত

তোমরা হাসিয়া বহিয়া চলিয়া যাও
কুলুকুলুকল নদীর স্রোতের মতো

আপনা-আপনি কানাকানি কর সুখে
কৌতুকছটা উছলিছে চোখে মুখে
আপনা-আপনি কানাকানি কর সুখে
কৌতুকছটা উছলিছে চোখে মুখে
কমলচরণ পড়িছে ধরণী-মাঝে
কমলচরণ পড়িছে ধরণী-মাঝে
কনকনূপুর রিনিকি ঝিনিকি বাজে

তোমরা হাসিয়া বহিয়া চলিয়া যাও
কুলুকুলুকল নদীর স্রোতের মতো
তোমরা হাসিয়া বহিয়া চলিয়া যাও
কুলুকুলুকল নদীর স্রোতের মতো

অঙ্গে অঙ্গ বাঁধিছ রঙ্গপাশে
বাহুতে বাহুতে জড়িত ললিত লতা
ইঙ্গিতরসে ধ্বনিয়া উঠিছে হাসি
ইঙ্গিতরসে ধ্বনিয়া উঠিছে হাসি
নয়নে নয়নে বহিছে গোপন কথা

আঁখি নত করি একেলা গাঁথিছ ফুল
মুকুর লইয়া যতনে বাঁধিছ চুল
আঁখি নত করি একেলা গাঁথিছ ফুল
মুকুর লইয়া যতনে বাঁধিছ চুল
গোপন হৃদয়ে আপনি করিছ খেলা
কী কথা ভাবিছ, কেমনে কাটিছে বেলা

আমরা বৃহৎ অবোধ ঝড়ের মতো
আপন আবেগে ছুটিয়া চলিয়া আসি
আমরা বৃহৎ অবোধ ঝড়ের মতো
আপন আবেগে ছুটিয়া চলিয়া আসি
বিপুল আঁধারে অসীম আকাশ ছেয়ে
টুটিবারে চাহি আপন হৃদয়রাশি

তোমরা বিজুলি হাসিতে হাসিতে চাও
আঁধার ছেদিয়া মরমে বিঁধিয়া দাও
তোমরা বিজুলি হাসিতে হাসিতে চাও
আঁধার ছেদিয়া মরমে বিঁধিয়া দাও
গগনের গায়ে আগুনের রেখা আঁকি
গগনের গায়ে আগুনের রেখা আঁকি
চকিত চরণে চলে যাও দিয়ে ফাঁকি

অযতনে বিধি গড়েছে মোদের দেহ
নয়ন অধর দেয় নি ভাষায় ভরে
অযতনে বিধি গড়েছ মোদের দেহ
মোহনমধুর মন্ত্র জানি নে মোরা
মোহনমধুর মন্ত্র জানি নে মোরা
আপনা প্রকাশ করিব কেমন করে
আপনা প্রকাশ করিব কেমন করে

তোমরা কোথায় আমরা কোথায় আছি
তোমরা কোথায় আমরা কোথায় আছি
কোনো সুলগনে হব না কি কাছাকাছি
কোনো সুলগনে হব না কি কাছাকাছি
তোমরা হাসিয়া বহিয়া চলিয়া যাবে
আমরা দাঁড়ায়ে রহিব এমনি ভাবে

তোমরা হাসিয়া বহিয়া চলিয়া যাও
কুলুকুলুকল নদীর স্রোতের মতো
তোমরা হাসিয়া বহিয়া চলিয়া যাও
কুলুকুলুকল নদীর স্রোতের মতো



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link