Neel Akasher Asim Chheye

নীল আকাশের অসীম ছেয়ে
ছড়িয়ে গেছে চাঁদের আলো
আবার কেন ঘরের ভিতর
আবার কেন প্রদীপ জ্বালো
রাখিস না ওর মায়ায় ঘিরে
স্নেহের বাঁধন ছিঁড়ে দে রে
উধাও হয়ে মিশিয়ে যাই
এমন রাত আর পাবো না লো

নীল আকাশের অসীম ছেয়ে
ছড়িয়ে গেছে চাঁদের আলো

পাপিয়ার ওই আকুল তানে
আকাশ-ভুবন গেল ভেসে
থামা রে তোর বীণার ধ্বনি
চুপ করে শোন বাইরে এসে
বুকে গিয়ে আসে মরণ
মায়ের মতন ভালোবেসে
এখন যদি মরতে না পাই
তবেই আমার মরণ ভালো

নীল আকাশের অসীম ছেয়ে
ছড়িয়ে গেছে চাঁদের আলো

সাঙ্গ আমার ধুলা-খেলা
সাঙ্গ আমার বেচা-কেনা
পেয়েছি করে হিসেব-নিকেশ
যাহার যাহা পাওনা-দেনা
এখন বড়োই ক্লান্ত আমি
ও মা, কোলে তুলে নে না
যেখানে ওই অসীম সাদায়
মিশেছে ওই অসীম কালো

নীল আকাশের অসীম ছেয়ে
ছড়িয়ে গেছে চাঁদের আলো
নীল আকাশের...



Credits
Writer(s): Dwijendralal Roy
Lyrics powered by www.musixmatch.com

Link