Eibar Bujhechhi Shohoje

এইবার বুঝেছি সহজে
এড়িয়ে যেতে হয় নিজেরই গরজে
এইবার মিটেছে অল্পে
যদিও গল্পে ভিজেছি বহুদূর

এইবার বুঝেছি সহজে
এড়িয়ে যেতে হয় নিজেরই গরজে
এইবার মিটেছে অল্পে
যদিও কল্পে ভিজেছি বহুদূর

উঠোনে আলো নেই, চাষিরা ভালো নেই
তবুও ক্ষতি কি, সিনেমা দেখবোই
আমিও গতিহীন, মাছেরা ইঞ্জিন
দু'জনে বুঝেছি, ছায়ারা কি রঙ্গীন

এইবার এখনো মধু মাস
বুঝেছি এখানেই ভুতেরা করে বাস
এইবার এখনো মধু মাস
বুঝেছি এখানেই ভুতেরা করে বাস
এইবার...

স্টিমারে ছাইপাঁশ, জলে ভাসে আকাশ
কিছুই স্থায়ী নয়, ছুটবে কত মাস
হঠাৎ ভাঙে ভুল, বন্ধু প্রতিকূল
আপোসে খিদে বাড়ে সমাজ সংকুল

এইবার রেখেছি গোপনে
সূচনা শেষ হোক, কুয়াশা যে মনে
এইবার রেখেছি গোপনে
সূচনা শেষ হোক, কুয়াশা যে মনে

এইবার বুঝেছি সহজে
এড়িয়ে যেতে হয় নিজেরই গরজে
এইবার মিটেছে অল্পে
যদিও কল্পে ভিজেছি বহুদূর

এইবার বুঝেছি সহজে
এড়িয়ে যেতে হয় নিজেরই গরজে
এইবার মিটেছে অল্পে
যদিও গল্পে ভিজেছি বহুদূর



Credits
Writer(s): Madhumita Chatterjee
Lyrics powered by www.musixmatch.com

Link