Roopkathar Galpo

রূপকথার গল্পরা চুপকথার বন্দরে
বৃষ্টি হোক, ভিজবে চোখ কোলকাতা শহরে
রূপকথার গল্পরা চুপকথার বন্দরে
বৃষ্টি হোক, ভিজবে চোখ কোলকাতা শহরে

নাগরিক বিজ্ঞাপন, যায় না মন বহুদূর
বুকের এই ধুকপুকে বেঁচে থাক একটা সুর

রূপকথার গল্পরা চুপকথার বন্দরে
বৃষ্টি হোক, ভিজবে চোখ কোলকাতা শহরে

দুহাতের আশকারায় চল হঠাৎ পালাই
মিথ্যে আজ পুড়ছে দেখ সময়ের ছাই
দুহাতের আশকারায় চল হঠাৎ পালাই
মিথ্যে আজ পুড়ছে দেখ সময়ের ছাই

হাত বাড়ালে পাব কাছে, হাতের পাতায় স্বপ্ন আছে
স্বপ্ন দিয়ে বাঁধব দুজন आशियाना

রূপকথার গল্পরা চুপকথার বন্দরে
বৃষ্টি হোক, ভিজবে চোখ কোলকাতা শহরে

আলগোছে যাক মুছে ধুলোমন সারাদিন
রঙমিছিল তোর চোখে নয়তো উদাসীন
আলগোছে যাক মুছে ধুলোমন সারাদিন
রঙমিছিল তোর চোখে নয়তো উদাসীন

মেঘলা ডানায় যাব ভেসে, পাশাপাশি ভালোবেসে
জ্যোৎস্না তখন অন্য সুরের শামিয়ানা

রূপকথার গল্পরা চুপকথার বন্দরে
বৃষ্টি হোক, ভিজবে চোখ কোলকাতা শহরে

নাগরিক বিজ্ঞাপন, যায় না মন বহুদূর
বুকের এই ধুকপুকে বেঁচে থাক একটা সুর

রূপকথার গল্পরা চুপকথার বন্দরে
বৃষ্টি হোক, ভিজবে চোখ কোলকাতা শহরে

বৃষ্টি হোক, ভিজবে চোখ কোলকাতা শহরে
বৃষ্টি হোক, ভিজবে চোখ কোলকাতা শহরে



Credits
Writer(s): Rajib Chakraborty, Arghya Bhattacharya
Lyrics powered by www.musixmatch.com

Link