Akarone Okaale Mor

অকারণে অকালে মোর পড়ল যখন ডাক
তখন আমি ছিলেম শয়ন পাতি
বিশ্ব তখন তারার আলোয় দাঁড়ায়ে নির্বাক
ধরায় তখন তিমিরগহন রাতি
ঘরের লোকে কেঁদে কইল মোরে
"আঁধারে পথ চিনবে কেমন করে?"
আমি কইনু, "চলব আমি নিজের আলো ধরে
হাতে আমার এই-যে আছে বাতি"

অকারণে অকালে মোর পড়ল যখন ডাক
তখন আমি ছিলেম শয়ন পাতি

বাতি যতই উচ্চ শিখায় জ্বলে আপন তেজে
চোখে ততই লাগে আলোর বাধা
ছায়ায় মিশে চারি দিকে মায়া ছড়ায় সে-যে
আধেক দেখা করে আমার আঁধা
গর্বভরে যতই চলি বেগে
আকাশ তত ঢাকে ধুলার মেঘে
শিখা আমার কেঁপে ওঠে অধীর হাওয়া লেগে
পায়ে পায়ে সৃজন করে ধাঁধা

অকারণে অকালে মোর পড়ল যখন ডাক
তখন আমি ছিলেম শয়ন পাতি

হঠাৎ শিরে লাগল আঘাত বনের শাখাজালে
হঠাৎ হাতে নিবল আমার বাতি
চেয়ে দেখি পথ হারিয়ে ফেলেছি কোন কালে
চেয়ে দেখি তিমিরগহন রাতি
কেঁদে বলি মাথা করে নিচু
"শক্তি আমার রইল না আর কিছু"
সেই নিমেষে হঠাৎ দেখি কখন পিছু পিছু
এসেছে মোর চিরপথের সাথি

অকারণে অকালে মোর পড়ল যখন ডাক
তখন আমি ছিলেম শয়ন পাতি
বিশ্ব তখন তারার আলোয় দাঁড়ায়ে নির্বাক
ধরায় তখন তিমিরগহন রাতি
ঘরের লোকে কেঁদে কইল মোরে
"আঁধারে পথ চিনবে কেমন করে?"
আমি কইনু, "চলব আমি নিজের আলো ধরে
হাতে আমার এই-যে আছে বাতি"

অকারণে অকালে মোর পড়ল যখন ডাক
তখন আমি ছিলেম শয়ন পাতি



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link