Ami Sei

আমি সেই, ঠিক মনগড়া কবিতা
আমি সেই, কিছু না বলে যাওয়া কথা
আমি সেই, ঠিক মনগড়া কবিতা
আমি সেই, কিছু না বলে যাওয়া কথা

জানালার কোণে চোখ রেখে
আমার নিবিড় পথ চলা
অবুঝ এ মন ঘিরে ঘিরে
বারেবার তবু ফিরে চাওয়া
আজ স্মৃতির শহরে ঘুরে আসে এই মন

আমি সেই, ঠিক মনগড়া কবিতা
আমি সেই...

তোমার জন্য মেঘলা দুপুর
তোমার জন্য সমুদ্দুর
তোমার জন্য চেনা আঙুলেরা
থেকে যায় খুব গোপনে

আজ হাজার কবিতা লিখে যাই
যেন মেঘের পাঁচিলে চিল যায়
তবু মেঘে মেঘে তোর ডাকনাম লেখা রয়ে যায়

আমি সেই, ঠিক মনগড়া কবিতা
আমি সেই...

সৃষ্টি ছাড়া বৃষ্টি দিনে
ঘড়ির কাঁটা সময় কেনে
ভেজা চোখে স্বপ্নগুলো
রঙহারা কোন আঁধারে

আজ হাজার কবিতা লিখে যাই
যেন মেঘের পাঁচিলে চিল যায়
তবু মেঘে মেঘে তোর ডাকনাম লেখা রয়ে যায়

আমি সেই, ঠিক মনগড়া কবিতা
আমি সেই, কিছু না বলে যাওয়া কথা
আমি সেই, ঠিক মনগড়া কবিতা
আমি সেই, কিছু না বলে যাওয়া কথা

জানালার কোণে চোখ রেখে
আমার নিবিড় পথ চলা
অবুঝ এ মন ঘিরে ঘিরে
বারেবার তবু ফিরে চাওয়া
আজ স্মৃতির শহরে ঘুরে আসে এই মন

আজও তাও কেন অজানা স্রোতের ভীড়?
শেষটাও...



Credits
Writer(s): Amit Mitra, Chaitali Banerjee
Lyrics powered by www.musixmatch.com

Link