Sesh Gosol

বরই পাতা গরম জলে
শোয়াইয়া মশারির তলে
আদর করিয়া মোরে
শেষ গোসল করাইয়ো

বরই পাতা গরম জলে
শোয়াইয়া মশারির তলে
আদর করিয়া মোরে
শেষ গোসল করাইয়ো

উত্তরে রাখিয়া মাথা
বাঁশের চালা, কলা পাতা
তার ওপরে তোমরা সবাই
মাটি ছিটাইয়ো

শেষ গোসল করাইয়ো
আমায় শেষ গোসল করাইয়ো
শেষ গোসল করাইয়ো
তোমরা শেষ গোসল করাইয়ো

আসমান বলো, জমিন বলো
সবই একদিন ধ্বংস হবে
রাজা বলো, প্রজা বলো
সবই মাটির কোলে যাবে রে

আসমান বলো, জমিন বলো
সবই একদিন ধ্বংস হবে
রাজা বলো, প্রজা বলো
সবই মাটির কোলে যাবে রে

সাদা কাপড় পরাইয়া
আতর, গোলাপ মাখিয়া
শেষ বিদায়ের পালকিতে
আমায় চড়াইয়ো

গোসল করাইয়ো আমার
শেষ গোসল করাইয়ো
শেষ গোসল করাইয়ো তোমরা
শেষ গোসল করাইয়ো

আমি মান্না, মাটির ঘরে
থাকব শুয়ে চিরতরে রে
আমার স্মৃতি যতন করে
রেখে দিয়ো সবার অন্তরে

আমি মান্না মাটির ঘরে
থাকব শুয়ে চিরতরে রে
আমার স্মৃতি যতন করে
রেখে দিয়ো সবার অন্তরে

দুই দিনের এই দুনিয়ায় এসে
তোমাদেরই সাথে মিশে
কারো মনে ব্যথা দিলে
ক্ষমা করিয়ো

শেষ গোসল করাইয়ো আমায়
শেষ গোসল করাইয়ো
শেষ গোসল করাইয়ো তোমরা
শেষ গোসল করাইয়ো

বরই পাতা গরম জলে
শোয়াইয়া মশারির তলে
আদর করিয়া মোরে
শেষ গোসল করাইয়ো

উত্তরে রাখিয়া মাথা
বাঁশের চালা, কলা পাতা
তার ওপরে তোমরা সবাই
মাটি ছিটাইয়ো

শেষ গোসল করাইয়ো
আমায় শেষ গোসল করাইয়ো
শেষ গোসল করাইয়ো
তোমরা শেষ গোসল করাইয়ো



Credits
Writer(s): Selim Khan
Lyrics powered by www.musixmatch.com

Link