Tomar Bhetor Theke

তোমার ভেতর থেকে আমায়
যেই এনেছো ডেকে
তোমার ঘরের ভেতর আমার ঘর
তোমার ভেতর থেকে আমায়
যেই এনেছো ডেকে
তোমার ঘরের ভেতর আমার ঘর

এখন মন অন্যজন
তোমার আয়নায় নেই আমি
বৃষ্টিহীন ক্লান্ত দিন
আমার কথার পাগলামি
তুমি আমায় চেনো কি?

তোমার ভেতর থেকে আমায়
যেই এনেছো ডেকে
তোমার ঘরের ভেতর আমার ঘর

আমার অগোচরে তুমি আছো নানান স্তরে
যখন তখন তোমায় ছুঁতে পাই
আমার অগোচরে তুমি আছো নানান স্তরে
যখন তখন তোমায় ছুঁতে পাই

কত যে মাস এই প্রবাস
তোমার চিন্তায় নেই আমি
চলেছি তাই গ্রহ-তারায়
কোথায় গিয়ে যে থামি
তুমি আমায় চেনো কি?

তোমার ভেতর থেকে আমায়
যেই এনেছো ডেকে
তোমার ঘরের ভেতর আমার ঘর



Credits
Writer(s): Anupam Roy
Lyrics powered by www.musixmatch.com

Link