Unmaad

তোমায় পাবার জন্যে আমি জন্মান্তরে বিশ্বাসী
বাল্মীকির মতো আমি নই যে কোনো সন্ন্যাসী
তোমায় পাবার জন্যে আমি জন্মান্তরে বিশ্বাসী
বাল্মীকির মতো আমি নই যে কোনো সন্ন্যাসী

উন্মাদ, আমি উন্মাদ
উন্মাদ, আমি উন্মাদ
উন্মাদ, আমি উন্মাদ
উন্মাদ, আমি উন্মাদ

আমার জন্যে কোনো মহাকাব্য হবে না
চৌরাস্তার মোড়ে কোনো statue-ও তো বসবে না
নন্দন চত্বরে কোনো স্মরণসভা হবে না
ব্রিগেডের মাঠে কোনো জনসভা জমবে না

উন্মাদ, আমি উন্মাদ
উন্মাদ, আমি উন্মাদ
উন্মাদ, আমি উন্মাদ
উন্মাদ, আমি উন্মাদ

আমায় নিয়ে রাজনীতিতে স্লোগানের ঝড় উঠবে না
আমার জন্য জয় গোস্বামী কলমও তো ধরবে না
আমার শবযানের জন্য ট্রাফিক আটকে থাকবে না
আমার জন্য reporter-ও তোমার কড়া নাড়বে না

উন্মাদ, আমি উন্মাদ
উন্মাদ, আমি উন্মাদ
উন্মাদ, আমি উন্মাদ
উন্মাদ, আমি উন্মাদ

উন্মাদ, আমি উন্মাদ
উন্মাদ, আমি উন্মাদ
উন্মাদ, আমি উন্মাদ
উন্মাদ, আমি উন্মাদ

উন্মাদ, আমি উন্মাদ
উন্মাদ, আমি উন্মাদ
উন্মাদ, আমি উন্মাদ
উন্মাদ, আমি উন্মাদ



Credits
Writer(s): Priyotosh Banerjee
Lyrics powered by www.musixmatch.com

Link