Aaji Esechhi Aaji Esechhi Esechhi Bondhu Hey

আজি এসেছি, আজি এসেছি, এসেছি বঁধু হে
নিয়ে এই হাসি, রূপ, গান
আজি আমার যা কিছু আছে
এনেছি তোমার কাছে
তোমায় করিতে সব দান
আজি তোমার চরণতলে রাখি এ কুসুমহার
এ হার তোমার গলে দিই বঁধু উপহার
সুধার আধার ভরি, তোমার অধরে ধরি
কর বঁধু কর তায় পান
(আজি হৃদয়ের সব আশা, সব সুখ, ভালোবাসা)
(তোমাতে হউক অবসান)

আজি এসেছি, আজি এসেছি, এসেছি বঁধু হে
নিয়ে এই হাসি, রূপ, গান

ওই ভেসে আসে কুসুমিত উপবন-সৌরভ
ভেসে আসে উচ্ছল জলদল কলরব
ভেসে আসে রাশি রাশি
জ্যোৎস্নার মৃদু হাসি
ভেসে আসে পাপিয়ার তান
(আজি, এমন চাঁদের আলো!)
(মরি যদি সেও ভালো)
(সে মরণ স্বর্গ সমান)

আজি এসেছি, আজি এসেছি, এসেছি বঁধু হে
নিয়ে এই হাসি, রূপ, গান

আজি তোমার চরণতলে লুটায়ে পড়িতে চাই
তোমার জীবনতলে ডুবিয়া মরিতে চাই
তোমার নয়নতলে শয়ন লভিব বলে
আসিয়াছি তোমার নিধান
(আজি সব ভাষা সব বাক)
(নীরব হইয়া যাক)
(প্রাণে শুধু মিশে থাক প্রাণ)

(আজি এসেছি, আজি এসেছি, এসেছি বঁধু হে)
(নিয়ে এই হাসি, রূপ, গান)



Credits
Writer(s): Dwijendralal Roy
Lyrics powered by www.musixmatch.com

Link