A Journey to Bogalake

এই পাহাড়চূড়ার মাঝে
গণোউত্তীর্ণ কোনো শেষ প্রহর
আসে বিশালতার সাজে

এই এলোমেলো রাস্তায়
হাতড়ে খুঁজি পথের শেষ এক যাযাবরের বেশে

কোনো তেমাথার মোড়ে
হারিয়ে যাবো কোনো গোধূলীর পাড়ে
অলস নেশার ঘোরে

এ যেন শ্যামবর্ণে আঁকা সাদাকালো এক ক্যানভাস
এ যেন আকাশের নীচে মেঘদলের নীলচে আকাশ
এ যেন আমার নীলাভ শুন্য ছুঁয়ে দেখা
আমি জানি হারিয়ে যাওয়ার নেই কোনো বাধা

বৃষ্টিস্নাত চোখে দেখি সবুজের মাঝে অজানার রঙ
অদেখা রাজ্য আমার

ঘন মেঘরাশির কোণে সূর্যের ক্রোধ
যেখানে আমার অনুরোধ "থাকুক বৃষ্টি, থাকুক মেঘ,
এই বিশালতার আবেগ, যেখানে আমার স্বপ্ন আর কষ্ট মিলে একাকার "

এ সুউচ্চ পাহাড়শ্রেণী
এই মলিন শ্রাবণধারা
এ আকাশে শঙ্খনীল সবই যে আমার

যেকোনো নিষ্প্রাণ কাব্যকথা
যেকোনো ম্রিয়মাণ অশ্রুধারা
যেকোনো ফসকে পড়ার বার্তা, আমি নিলাম
আমিই নিলাম।



Credits
Writer(s): Suicidal Pumpkin, Zobayer Tamim
Lyrics powered by www.musixmatch.com

Link