Toke Khoje Du Chokh

চেনা রোদ, বিকেল
দূরের ঐ ভাঙা চাঁদ
শুধু যে তোকে খোঁজে দু'চোখ
কলতান, রেলিং, এ পরীর ঘুম-শহর
শুধু যে তোকে খোঁজে দু'চোখ
আজও সেই আবছায়া ঐ জলছবি
সে তুলি হেসে তোকেই বানায়
নুড়ি পথ, বালি, একলা ক্লান্ত ঢেউ
শুধু যে তোকে খোঁজে দু'চোখ

তোকে দেখে সেইদিন
রাজপথে উদাসীন
ভুলে গেছি শব্দ, কীভাবে যে ডাকবো
আয়নাতে চেয়ে রই
দিশেহারা খুঁজে যায়
আমি তো চাইবোই
তোকে ছুঁতে পারবো

সেই চেনা পথঘাট
সেই পথে বাঁক-ধার
সেই বাঁকে শেষ ঘর শুধু যে তোরই

চেনা রোদ, বিকেল
দূরের ঐ ভাঙা চাঁদ
শুধু যে তোকে খোঁজে দু'চোখ
চৌকাঠ, গলি, আঁধারের ছায়াপথ
শুধু যে তোকে খোঁজে দু'চোখ
আজও সেই আবছায়া ঐ জলছবি
সে তুলি হেসে তোকেই বানায়
এই মন বেয়াদব, নাবিকের compass
শুধু যে তোকে খোঁজে দু'চোখ



Credits
Writer(s): Soham Banerjee, Sujeet Thakur
Lyrics powered by www.musixmatch.com

Link