Bhalobese Kachhe Aase Na

সে তো চুপি চুপি ভালোবেসে কাছে আসে না
তালে তালে এই সময়ের স্রোতে ভাসে না
সে তো চুপি চুপি ভালোবেসে কাছে আসে না
তালে তালে এই সময়ের স্রোতে ভাসে না

ধরা পড়ে তার চোখে নীল আকাশ
মনে ঢেউ দোলে, সাগরের আভাস
ধরা পড়ে তার চোখে নীল আকাশ
মনে ঢেউ দোলে, সাগরের আভাস
পোষ মানা হাসি চেনা মুখে দেখে সে তো হাসে না

সে তো চুপি চুপি ভালোবেসে কাছে আসে না
তালে তালে এই সময়ের স্রোতে ভাসে না

সে পথ চলে না ঘুরে ঘুরে সকলে যায় যে পথে
সে কিছু ভাবে না এলোমেলো সকলে ভাবে যে মতে

সে পথ চলে না ঘুরে ঘুরে সকলে যায় যে পথে
সে কিছু ভাবে না এলোমেলো সকলে ভাবে যে মতে

ফলে ফুলে ভরা তার মানবজমিন
কত সুখে কাটে মাধুকরী দিন
ফলে ফুলে ভরা তার মানবজমিন
কত সুখে কাটে মাধুকরী দিন
ভালোবাসা ছাড়া আর কিছু সে ভালোবাসে না

সে তো চুপি চুপি ভালোবেসে কাছে আসে না
তালে তালে এই সময়ের স্রোতে ভাসে না

সে চায় গড়তে কিছু তাই ভাঙতে করে বিদ্রোহ
কাঁপে তার অন্য চেতনায় সবুজে ভরা এই গ্রহ

সে চায় গড়তে কিছু তাই ভাঙতে করে বিদ্রোহ
কাঁপে তার অন্য চেতনায় সবুজে ভরা এই গ্রহ

লালনের গান শুনে কাঁদে সে
যত সাধ একতারায় বাঁধে সে
লালনের গান শুনে কাঁদে সে
যত সাধ একতারায় বাঁধে সে
ভালোবাসা তাই তারে ছাড়া আর প্রেমে ভাসে না

সে তো চুপি চুপি ভালোবেসে কাছে আসে না
তালে তালে এই সময়ের স্রোতে ভাসে না

ধরা পড়ে তার চোখে নীল আকাশ
মনে ঢেউ দোলে, সাগরের আভাস
ধরা পড়ে তার চোখে নীল আকাশ
মনে ঢেউ দোলে, সাগরের আভাস
পোষ মানা হাসি চেনা মুখে দেখে সে তো হাসে না

সে তো চুপি চুপি ভালোবেসে কাছে আসে না
তালে তালে এই সময়ের স্রোতে ভাসে না



Credits
Writer(s): Raghab Chatterjee
Lyrics powered by www.musixmatch.com

Link