Shundori Komola

বুকের মাঝে তোর নাম লিখছি
বারংবার হাজার বার, বারংবার হাজার বার

বুকের মাঝে তোর নাম লিখছি
আমি বুকের মাঝে তোর নাম লিখছি
রেখেছি বাসন্তী খামে পইড়া নয়তো বাজে
ভালো কইরা বাজাও রে দোতারা, সুন্দরী কমলা নাচে
হে, ভালো কইরা বাজাও রে দোতারা, সুন্দরী কমলা নাচে

রাতের ও আঁধারে তুমি আইসা চুপিসাড়ে
হাত ছুঁয়াইয়া ভাইঙ্গা দিলা ঘুম
আহা মরি মরি, এখন আমি কী যে করি
মনের মাঝে ছড়াইয়া perfume
রাতের ও আঁধারে তুমি আইসা চুপিসাড়ে
হাত ছুঁয়াইয়া ভাইঙ্গা দিলা ঘুম
আহা মরি মরি, এখন আমি কী যে করি
মনের মাঝে ছড়াইয়া perfume
বুকের মাঝে তোর নাম লিখছি
আমি বুকের মাঝে তোর নাম লিখছি
রেখেছি বাসন্তী খামে পইড়া নয়তো বাজে
ভালো কইরা বাজাও রে দোতারা, সুন্দরী কমলা নাচে
হে, ভালো কইরা বাজাও রে দোতারা, সুন্দরী কমলা নাচে

তোমার প্রেমের ছলে আমার taxi'র মিটার চলে
Passenger-এর হইলো বদনাম
পিঁড়িতেরই জ্বরে মনের traffic police ধরে
পূরণ হইলো আমার মনস্কাম
তোমার প্রেমের ছলে আমার taxi'র মিটার চলে
Passenger-এর হইলো বদনাম
পিঁড়িতেরই জ্বরে মনের traffic police ধরে
পূরণ হইলো আমার মনস্কাম

বুকের মাঝে তোর নাম লিখছি
আমি বুকের মাঝে তোর নাম লিখছি
রেখেছি বাসন্তী খামে পইড়া নয়তো বাজে
ভালো কইরা বাজাও রে দোতারা, সুন্দরী কমলা নাচে
হে, ভালো কইরা বাজাও রে দোতারা, সুন্দরী কমলা নাচে



Credits
Writer(s): Dp, Jeet Gannguli, Raja Chanda
Lyrics powered by www.musixmatch.com

Link