Tumi Nirjan Upakule Nayikar Moto

তুমি নির্জন উপকূলে নায়িকার মতো
পথ চলতে গিয়ে, কিছু বলতে গিয়ে
ঢেকে মিষ্টি দু'চোখ, হলে লজ্জানত
তুমি নির্জন উপকূলে নায়িকার মতো
পথ চলতে গিয়ে, কিছু বলতে গিয়ে
ঢেকে মিষ্টি দু'চোখ, হলে লজ্জানত
তুমি নির্জন উপকূলে নায়িকার মতো

সাগরের পার থেকে নাম-না-জানা
পাখির সুরে, আহা, হৃদয় জুড়ে
সাগরের পার থেকে নাম-না-জানা
পাখির সুরে, আহা, হৃদয় জুড়ে
একটু একটু খুশি পদ্মপাতার মতো স্বপ্নে রত

তুমি নির্জন উপকূলে নায়িকার মতো

যেমন ওপার থেকে সাগরের রূপ চেনা যায় না
তেমনি দূরের হয়ে তোমার কাছের হওয়া যায় না
তোমার বুকের গান মুক্তো হয়ে ঘেরে কণ্ঠটিরে
আহা, সাগর তীরে
একটু একটু খুশি তোমার ফাগুন হয়ে ছন্দে রত

তুমি নির্জন উপকূলে নায়িকার মতো
পথ চলতে গিয়ে, কিছু বলতে গিয়ে
ঢেকে মিষ্টি দু'চোখ, হলে লজ্জানত
তুমি নির্জন উপকূলে নায়িকার মতো



Credits
Writer(s): Sudhin Dasgupta, Barun Biswas
Lyrics powered by www.musixmatch.com

Link