Alo Jalo Keu

আলো জ্বালো কেউ
হিমবাহগুলো থেকে উঁকি মারা চোখ ধাঁধা
সকালের মতো
আলো জ্বালো ঠিক
বালিয়াড়ি পুড়ে যাওয়া
ছেঁড়াখোঁড়া হৃদয়ের দগদগে ক্ষত
আলো জ্বালো কেউ

পর্দায় গালিচায় রক্তাভ রৌদ্রের বিচ্ছুরিত স্বেদ
রক্তিম গেলাসে তরমুজ মদ
তোমার নগ্ন নির্জন হাত
তোমার নগ্ন নির্জন হাত

আলো জ্বালো কোন দাবানল মনে হাওয়া
সোনাঝরা শৈশবের পদ্মের হাসি
আলো জ্বালো, আলো জ্বালো

গভীর হাওয়ার রাত ছিল কাল
অসংখ্য নক্ষত্রের রাত
যে রূপসীদের আমি অ্যাসিরিয়ায়, মিশরে, বিদিশায় মরে যেতে দেখেছি
কাল তারা অতি দূর আকাশের সীমানায়
কুয়াশায় কুয়াশায়
দীর্ঘ বর্শা হাতে করে কাতারে কাতারে দাঁড়িয়ে গেছে যেন

আলো জ্বালো কেউ
হিমবাহগুলো থেকে উঁকি মারা চোখ ধাঁধা
সকালের মতো
আলো জ্বালো, আলো জ্বালো



Credits
Writer(s): Debojyoti Mishra, Kamaleshwar Mukherjee
Lyrics powered by www.musixmatch.com

Link