Satya Mangala Premamaya Tumi

তোমার জ্ঞানে তোমার ধ্যানে
তব নামে কত মাধুরী
তোমার জ্ঞানে তোমার ধ্যানে
তব নামে কত মাধুরী
যেই ভকত সেই জানে
যেই ভকত সেই জানে
তুমি জানাও যারে সেই জানে
ওহে, তুমি জানাও যারে সেই জানে

সত্য মঙ্গল প্রেমময় তুমি
ধ্রুবজ্যোতি তুমি অন্ধকারে
তুমি সদা যার হৃদে বিরাজ
দুখজ্বালা সেই পাশরে
সব দুখজ্বালা সেই পাশরে
সত্য মঙ্গল প্রেমময় তুমি
ধ্রুবজ্যোতি তুমি অন্ধকারে



Credits
Lyrics powered by www.musixmatch.com

Link