Let's Dance

কখনো ভেবেছো কি
কতটা নেচেছো যে
ভেবোণা ঈর্ষা নয় ভালবাসা থেকে
চেয়েছি কি বলো ভালবাসা ছাড়া?
নেচে নেচে তো যাও কোন বাধা ছাড়া

রঙীন সাগরে ভেসে ভেসে করি
LET'S DANCE
নোনতা সাগরে খালি মাঠে করি,
LET'S DANCE
খুশির সাগরে ভেসে ভেসে করি,
LET'S DANCE
নোনতা সাগরে খালি মাঠে করি,
LET'S DANCE

লুকুচুরি লুকুচুরি গল্প আজ,
একই চাদরের নিচে গড়াগড়ি,
ছোট ছোট খোকারা বুঝো না তো
বুঝলে শুরু হয়ে যাবে বাড়াবাড়ি।

কাড়াকাড়ি করছে কত জনে ইচ্ছের বিরুদ্ধে দু একবার
ভালবাসা কি তা বুঝলে কি
গেলে যাবে মন বা না হয় প্রাণ
তাই ডানে থেকে বামে
বামে থেকে ডানে,
LET'S DANCE
তাই সকাল টু সন্ধ্যা হেবী পার্টে চলি,
LET'S DANCE

YOU WANNA DANCE?????
LET'S GO

ভেবে তো ভেবে তো নাও
এদেহে কত জ্বালা
সাহস করে দেখো করো না অবহেলা
শুধু শুধু কি আজ পরিকল্পনা
লেগেছে লেগ এ আগুন,
এবার অফ এ খেলা।

রঙীন সাগরে ভেসে ভেসে করি
LET'S DANCE
নোনতা সাগরে খালি মাঠে করি,
LET'S DANCE
খুশির সাগরে ভেসে ভেসে করি,
LET'S DANCE
নোনতা সাগরে খালি মাঠে করি,
LET'S DANCE



Credits
Writer(s): Wayne Henderson, S. Davis, N Phillips
Lyrics powered by www.musixmatch.com

Link