Basanto Batase

বসন্ত বাতাসে, সই গো
বসন্ত বাতাসে
বসন্ত বাতাসে, সই গো
বসন্ত বাতাসে
বন্ধুর বাড়ির ফুলের গন্ধ
বন্ধুর বাড়ির ফুলের গন্ধ
আমার বাড়িত আসে রে, সই গো
বসন্ত বাতাসে
সই গো, বসন্ত বাতাসে

বন্ধুর বাড়ির ফুল বাগানে
নানান রঙের ফুল
বন্ধুর বাড়ির ফুল বাগানে
নানান রঙের ফুল
ফুলের গন্ধে মন আনন্দে
ফুলের গন্ধে মন আনন্দে
ভ্রমরা আকুল রে, সই গো

বসন্ত বাতাসে
সই গো, বসন্ত বাতাসে

বন্ধুর বাড়ি ফুলের টঙ্গি
বাড়ির পূর্বধারে
বন্ধুর বাড়ি ফুলের টঙ্গি
বাড়ির পূর্বধারে
সেথায় বসে বাজায় বাঁশি
সেথায় বসে বাজায় বাঁশি
প্রাণকাড়া ঐ সুরে রে, সই গো

বসন্ত বাতাসে
সই গো, বসন্ত বাতাসে

মন নিলো তার বাঁশির গান
রূপে নিলো আঁখি
মন নিলো তার বাঁশির গান
রূপে নিলো আঁখি
তাই তো পাগল আব্দুল করিম
তাই তো পাগল আব্দুল করিম
আশায় চেয়ে থাকি রে, সই গো

বসন্ত বাতাসে
সই গো, বসন্ত বাতাসে

বসন্ত বাতাসে, সই গো
বসন্ত বাতাসে
বসন্ত বাতাসে, সই গো
বসন্ত বাতাসে
বন্ধুর বাড়ির ফুলের গন্ধ
বন্ধুর বাড়ির ফুলের গন্ধ
আমার বাড়িত আসে রে, সই গো

বসন্ত বাতাসে
সই গো, বসন্ত বাতাসে
সই গো, বসন্ত বাতাসে
সই গো, বসন্ত বাতাসে



Credits
Writer(s): Shah Abdul Karim
Lyrics powered by www.musixmatch.com

Link