Ami Keboli Swapano

আমি কেবলই স্বপন করেছি বপন বাতাসে
আমি!
আমি কেবলই স্বপন করেছি বপন বাতাসে
আমি!
তাই আকাশ-কুসুম করিনু চয়ন হতাশে
আমি কেবলই স্বপন করেছি বপন বাতাসে
আমি!
INSTRUMENTAL

ছায়ার মতন মিলায় ধরণী
কূল নাহি পায় আশার তরণী
ছায়ার মতন মিলায় ধরণী
কূল নাহি পায় আশার তরণী
মানস-প্রতিমা ভাসিয়া বেড়ায় আকাশে, আকাশে
আমি কেবলই স্বপন করেছি বপন বাতাসে
আমি!
INSTRUMENTAL

কিছু বাঁধা পড়িল না শুধু এ বাসনা-বাঁধনে
কেহ নাহি দিল ধরা, কেবলই সুদূর-সাধনে
আপনার মনে বসিয়া একেলা
অনল-শিখায় কী করিনু খেলা
আপনার মনে বসিয়া একেলা
অনল-শিখায় কী করিনু খেলা
দিনশেষে দেখি ছাই হল সব হুতাশে, হুতাশে

আমি কেবলই স্বপন করেছি বপন বাতাসে
আমি!
তাই আকাশকুসুম করিনু চয়ন হতাশে
আমি কেবলই স্বপন করেছি বপন বাতাসে
আমি!



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link