Tomaro Sanidhe Bosia

তোমার সানিধে বসিয়া
মোর নয়ন যায় যে জুড়িয়া
আমি কী কথা কব যে বুঝিয়া না পাই
সবই কথা যাই ভুলিয়া

মম হৃদয়ের বাণী মন্থরে আনি
কে যেন গোপনে রশি ধরে টানি
বলিতে চাহিয়া তারে কিছু কথা
বলিতে না পারি কহিয়া

যতবার ভাবি বলে দেব সবই
তবু সে বলা তো হয় না
কতদিন যাবে বৃথা এইভাবে
এ যাতনা আর সয় না

ভাবিতে ভাবিতে পথ গেল শেষে
রহিল না কেহ মোর পানে হেসে
মৃদু আশা ভরা বসন্ত-পাতা
এখনও পড়েনি খসিয়া



Credits
Writer(s): Asitava Bhattacharya
Lyrics powered by www.musixmatch.com

Link