Aami Sudhu Cheyechi Tomay

টালমাটাল, মনটা কিছু তোমায় বলতে চায়
বেসামাল, ভাবনাগুলো তোমায় ছুঁতে চায়

টালমাটাল, মনটা কিছু তোমায় বলতে চায়
বেসামাল, ভাবনাগুলো তোমায় ছুঁতে চায়
আমি শুধু চেয়েছি তোমায়
আমি শুধু চেয়েছি তোমায়
আমি শুধু চেয়েছি তোমায়
আমি শুধু চেয়েছি তোমায়

না লেখা চিঠিগুলো মন পাহারায়
আমি শুধু চেয়েছি তোমায়
আমি শুধু চেয়েছি তোমায়
আমি শুধু চেয়েছি তোমায়
আমি শুধু চেয়েছি তোমায়

রাতদিন চেনা তুমি ছিলে অচেনা
অন্তহীন, মনে হতো মিষ্টি যন্ত্রণা
সেই ব্যথা উঠলো সেরে চোখেরই চাওয়ায়
আমি শুধু চেয়েছি তোমায়
আমি শুধু চেয়েছি তোমায়
আমি শুধু চেয়েছি তোমায়
আমি শুধু চেয়েছি তোমায়

কতদিন ভেবেছি শুধু দেখবো যে তোমায়
ক্লান্তহীন তুমি ছিলে আমার কল্পনায়
সেই ছবি উঠলো ভেসে চোখেরই পাতায়
আমি শুধু চেয়েছি তোমায়
আমি শুধু চেয়েছি তোমায়
আমি শুধু চেয়েছি তোমায়
আমি শুধু চেয়েছি তোমায়



Credits
Writer(s): Souvik Gupta
Lyrics powered by www.musixmatch.com

Link