Aroshetey Boisha Moulay

আরশেতে বইসা মওলায় কত খেলা খেলাইছে
আরশেতে বইসা মওলায় কত খেলা খেলাইছে
ঐ খেলা দেইখা মানুষ পরান জুড়াইছে
ঐ খেলা দেইখা মানুষ পরান জুড়াইছে

আরশেতে বইসা মওলায় কত খেলা খেলাইছে
আরশেতে বইসা মওলায় কত খেলা খেলাইছে
ঐ খেলা দেইখা মানুষ পরান জুড়াইছে
ঐ খেলা দেইখা মানুষ পরান জুড়াইছে

নীল দরিয়ার মাঝে মওলায় মানুষ ডুবাইছে
ঐ দরিয়ার অতল দেশে মওলার নাম লইছে
নীল দরিয়ার মাঝে মওলায় মানুষ ডুবাইছে
ঐ দরিয়ার অতল দেশে মওলার নাম লইছে

ঐ কুদরতি খেলা দয়াল মওলার খেলা
কুদরতি খেলা দয়াল মওলার খেলা
মওলা ছাড়া এই খেলা কে খেলাইছে?
ঐ খেলা দেইখা মানুষ পরান জুড়াইছে
ঐ খেলা দেইখা মানুষ পরান জুড়াইছে

আরশেতে বইসা মওলায় কত খেলা খেলাইছে
আরশেতে বইসা মওলায় কত খেলা খেলাইছে
ঐ খেলা দেইখা মানুষ পরান জুড়াইছে
ঐ খেলা দেইখা মানুষ পরান জুড়াইছে

এক ঝলকে এক পলকে কোহ-তুর পাহাড়
তার ইশারায় সুরমা হইছে, প্রমাণ আছে যার
এক ঝলকে এক পলকে কোহ-তুর পাহাড়
তার ইশারায় সুরমা হইছে, প্রমাণ আছে যার

ঐ কুদরতি খেলা দয়াল মওলার খেলা
কুদরতি খেলা দয়াল মওলার খেলা
মওলা ছাড়া এই খেলা কে খেলাইছে?
ঐ খেলা দেইখা মানুষ পরান জুড়াইছে
ঐ খেলা দেইখা মানুষ পরান জুড়াইছে

আরশেতে বইসা মওলায় কত খেলা খেলাইছে
আরশেতে বইসা মওলায় কত খেলা খেলাইছে
ঐ খেলা দেইখা মানুষ পরান জুড়াইছে
ঐ খেলা দেইখা মানুষ পরান জুড়াইছে

আরশেতে বইসা মওলায় কত খেলা খেলাইছে
আরশেতে বইসা মওলায় কত খেলা খেলাইছে
ঐ খেলা দেইখা মানুষ পরান জুড়াইছে
ঐ খেলা দেইখা মানুষ পরান জুড়াইছে



Credits
Writer(s): Singer Mamun
Lyrics powered by www.musixmatch.com

Link