Bheja Bheja Smriti Pathor

ভেজা ভেজা স্মৃতি পাথর
ফেলে আসা পথের বাঁকে
ফিরে ফিরে আকাশকুসুম
আজও আমায় ডাকে

যদি এমন হতো, সুজন
স্বজন হতে আমার তুমি
শুধু তুমি, শুধু তুমি
আমার শুধু তুমি

সবই আছে আগের মতো
সবই আছে তেমনি
তবু কেন এ মন-আকাশ
মেঘে ঢাকা এমনই?

বয়ে চলা নদীর মতো
চলে জীবন একাকী
একা, একা, শুধু একা
বলো না, মন, কাকে ডাকি?

যদি এমন হতো, সুজন
স্বজন হতে আমার তুমি
শুধু তুমি, শুধু তুমি
আমার শুধু তুমি

সেদিন ছিল তোমার কথা
জেনে সবই অজানা
এখন সময় আমার কাছে
থেমে থাকা সীমানা

বয়ে চলে বাতাস যেমন
মেনে নিয়ম নিজেরই
নিয়ম দিলো নিজের পায়ে
নিজের গড়া যে বেড়ি

ভেজা ভেজা স্মৃতি পাথর
ফেলে আসা পথের বাঁকে
ফিরে ফিরে আকাশকুসুম
আজও আমায় ডাকে

যদি এমন হতো, সুজন
স্বজন হতে আমার তুমি
শুধু তুমি, শুধু তুমি
আমার শুধু তুমি



Credits
Writer(s): Garg, Zubeen, Samaddar, Sumit
Lyrics powered by www.musixmatch.com

Link