Hoye Jetey Paari

হয়ে যেতে পারি তোমার কথা এলে
নতুনের মতো যেন কেউ
হয়ে যেতে পারি তোমার নীলে
অকারণে খেলে যাওয়া ঢেউ

হয়ে যেতে পারি তোমার কথা এলে
সাথে সাথে আনমনা
হয়ে যেতে পারি আকাশ নীলে
মেঘেদের আল্পনা

তোমার চুলের গন্ধে মাতোয়ারা
রয়েছি সন্ধ্যে-সকাল, অজান্তে
বলো, তোমায় ছাড়া কি হবে আর আমার
তোমার হাসির সঙ্গে ছলকে পড়া
ইশারা মেলালো তাল, অজান্তে
বলো, তোমায় ছাড়া কি হবে আর আমার

কখনো দেখেছো কি ভেবে তুমি
কতটা এগিয়ে গেছি
আদরের কাছাকাছি
আমি তোমার সাথে

কখনো শুনেছো কি কান পেতে
আমাদের নামে লেখা
গান গায় কত পাখি
আমার তোমার কাছে

তোমার চুলের গন্ধে মাতোয়ারা
রয়েছি সন্ধ্যে-সকাল, অজান্তে
বলো, তোমায় ছাড়া কি হবে আর আমার
তোমার হাসির সঙ্গে ছলকে পড়া
ইশারা মেলালো তাল, অজান্তে
বলো, তোমায় ছাড়া কি হবে আর আমার

জানি না কত রাত পার করে
তোমাকে কুড়িয়ে পাবো
আদরের আশেপাশে
তোমায় নিজের মতো, বলে দাও

মেঘে মেঘে বেলা হলে
মনে মনে কথা যত
লুকিয়েছ জেনেবুঝে
তুমি তোমার কাছে

তোমার চুলের গন্ধে মাতোয়ারা
রয়েছি সন্ধ্যে-সকাল, অজান্তে
বলো, তোমায় ছাড়া কি হবে আর আমার
তোমার হাসির সঙ্গে ছলকে পড়া
ইশারা মেলালো তাল, অজান্তে
বলো, তোমায় ছাড়া কি হবে আর আমার



Credits
Writer(s): Prasen, Arindom
Lyrics powered by www.musixmatch.com

Link