Shei Tumi Ashbe - From "Shei Tumi Ashbe"

সেই তুমি আসবে, সেই ভালোবাসবে
বৃষ্টি হবে ঠিক আগেরই মতো
সেই তুমি আসবে, সেই ভালোবাসবে
বৃষ্টি হবে ঠিক আগেরই মতো

কাকভেজা সন্ধ্যায় কথারা সুর পায়
কাকভেজা সন্ধ্যায় কথারা সুর পায়
দৃষ্টিবদল হবে আগেরই মতো

সেই তুমি আসবে, সেই ভালোবাসবে
বৃষ্টি হবে ঠিক আগেরই মতো

তারাদের উৎসব, বাতাসের কলরব
খুলে রাখি জানলা আগের মতো
তারাদের উৎসব, বাতাসের কলরব
খুলে রাখি জানলা আগের মতো
ঠৌঁটে ঠোঁট পুড়বে, ব্যথা কিছু উড়বে
দেখেছি আগুন আজ আগের মতো

কাকভেজা সন্ধ্যায় কথারা সুর পায়
দৃষ্টিবদল হবে আগেরই মতো

সেই তুমি আসবে, সেই ভালোবাসবে
বৃষ্টি হবে ঠিক আগেরই মতো

সময়ের আবদার, সুরে সুরে বাজে তার
তানপুরা বেঁধেছি আগের মতো
সময়ের আবদার, সুরে সুরে বাজে তার
তানপুরা বেঁধেছি আগের মতো
সেই রাত বাড়বে, জেতা খেলা হারবে
হেরে গিয়ে বাজিমাত আগের মতো

কাকভেজা সন্ধ্যায় কথারা সুর পায়
দৃষ্টিবদল হবে আগেরই মতো

সেই তুমি আসবে, সেই ভালোবাসবে
বৃষ্টি হবে ঠিক আগেরই মতো

বৃষ্টি হবে ঠিক আগেরই মতো
বৃষ্টি হবে ঠিক আগেরই মতো



Credits
Writer(s): Joy Sarkar
Lyrics powered by www.musixmatch.com

Link