Gaane Bondhu Re Daaki

গানে বন্ধুরে ডাকি, প্রাণে প্রেমের ছবি আঁকি
গানে বন্ধুরে ডাকি, প্রাণে প্রেমের ছবি আঁকি

পাব বলে আশা রাখি, না পাইলে যাব মারা
পাব বলে আশা রাখি, না পাইলে যাব মারা

আর তো কিছু চায় না মনে গান ছাড়া, গান ছাড়া
আর তো কিছু চায় না মনে গান ছাড়া

গান গাই আর মনরে বুঝাই, মন থাকে পাগলপারা
গান গাই আমার মনরে বুঝাই, মন থাকে পাগলপারা

আর তো কিছু চায় না মনে গান ছাড়া, গান ছাড়া
আর তো কিছু চায় না মনে গান ছাড়া

গান আমার জপমালা, গানে খুলি প্রেমের তালা
গান আমার জপমালা, গানে খুলি প্রেমের তালা

প্রাণবন্ধু চিকন কালা, অন্তরে দেয় ইশারা
প্রাণবন্ধু চিকন কালা, অন্তরে দেয় ইশারা

আর তো কিছু চায় না মনে গান ছাড়া, গান ছাড়া
আর তো কিছু চায় না মনে গান ছাড়া

ভাবে করিম দীনহীন, আসবে কি ওই শুভদিন?
ভাবে করিম দীনহীন আসবে কি ওই শুভদিন?

জল ছাড়া বাঁচে কি মীন, ডুবলে কি ভাসে মরা?
জল ছাড়া বাঁচে কি মীন, ডুবলে কি ভাসে মরা?

আর তো কিছু চায় না মনে গান ছাড়া, গান ছাড়া
আর তো কিছু চায় না মনে গান ছাড়া

গান গাই আর মনরে বুঝাই, মন থাকে পাগলপারা
গান গাই আর মনরে বুঝাই, মন থাকে পাগলপারা

আর তো কিছু চায় না মনে গান ছাড়া, গান ছাড়া
আর তো কিছু চায় না মনে গান ছাড়া



Credits
Writer(s): Abdul Karim
Lyrics powered by www.musixmatch.com

Link