Aji Nobin Megher Sur Legeche

আজ নবীন মেঘের সুর লেগেছে আমার মনে
আমার ভাবনা যত উতল হল অকারণে
আমার মনে নবীন মেঘের সুর লেগেছে
আমার মনে...
আমার ভাবনা যত উতল হল অকারণে
আমার মনে নবীন মেঘের সুর লেগেছে
আমার মনে...

কেমন করে যায় যে ডেকে
বাহির করে ঘরের থেকে
ছায়াতে চোখ ফেলে ছেয়ে ক্ষণে ক্ষণে

আমার মনে নবীন মেঘের সুর লেগেছে
আমার মনে...
আমার ভাবনা যত উতল হল অকারণে
আমার মনে নবীন মেঘের সুর লেগেছে
আমার মনে...

বাঁধনহারা জলধারার কলরোলে
আমারে কোন পথের বাণী যায়...
যায় যে বলে
সে পথ গেছে নিরুদ্দেশে
মানসলোকে গানের শেষে
চিরদিনের বিরহিণীর কুঞ্জবনে

আমার মনে নবীন মেঘের সুর লেগেছে
আমার মনে...
আমার ভাবনা যত উতল হল অকারণে
আমার মনে নবীন মেঘের সুর লেগেছে
আমার মনে...
আমার ভাবনা যত উতল হল অকারণে
আমার মনে নবীন মেঘের সুর লেগেছে
আমার মনে...



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link