Maatir Buker Majhe Bondi

মাটির বুকের মাঝে বন্দী যে জল মিলিয়ে থাকে
মাটি পায় না, পায় না, মাটি পায় না তাকে
মাটির বুকের মাঝে বন্দী যে জল মিলিয়ে থাকে

কবে কাটিয়ে বাঁধন পালিয়ে যখন যায় সে দূরে
আকাশপুরে গো
তখন কাজল মেঘের সজল ছায়া শূন্যে আঁকে
সুদূর শূন্যে আঁকে

মাটি পায় না, পায় না, মাটি পায় না তাকে
মাটির বুকের মাঝে বন্দী যে জল মিলিয়ে থাকে

শেষে বজ্র তারে বাজায় ব্যথা বহ্নিজ্বালায়
ঝঞ্ঝা তারে দিগ্বিদিকে কাঁদিয়ে চালায়
তখন কাছের ধন যে দূরের থেকে কাছে আসে
বুকের পাশে গো
তখন চোখের জলে নামে সে যে চোখের জলের ডাকে
আকুল চোখের জলের ডাকে

মাটি পায় রে, পায় রে, মাটি পায় রে তাকে
মাটির বুকের মাঝে বন্দী যে জল মিলিয়ে থাকে



Credits
Writer(s): Srabani Sen, Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link