Nostalgic Dhakla

আলিফ লায়লা... আলিফ লায়লা.আলিফ লায়লাআহ
উকি ঝুকা নাকা ঝুকা দিগির দাদার দেগার দা

উকি ঝুকা নাকা ঝুকা দিগির দাদার দেগার দা

এ যে মোদের প্রিয় ঢাকা
সবই চলে রমরমা
বদলে গেছে যায়না চেনা
উন্নতির লীলা খেলা

বাড়ছে মানুষ বাড়ছে শোড়গোল
মাঠ নাইতো বুয়ো দেয় গোল
X box pcr মোড়ল সাথে মোবাইলের ছোবল

উকি ঝুকা নাকা ঝুকা দিগির দাদার দেগার দা

এ যে মোদের প্রিয় ঢাকা
সবই চলে রমরমা
বদলে গেছে যায়না চেনা
উন্নতির লীলা খেলা

বাড়ছে মানুষ বাড়ছে শোড়গোল.মাঠ নাইতো বুয়ো দেয় গোল
X box pcr মোড়ল সাথে মোবাইলের ছোবল

ও ঢাকারে... ঢাকারে...
ঢাকারে ছেড়ে যাবনা

কিছু নাই আগের মত ভেবে আমার মাথা নষ্ট
কতশত আড্ডা হারিয়ে গেছে বলে তাই আজ এত কষ্ট

উড়ে ঘুরে ঘুরে পুরা ঢাকা সিটি ঘুরতাম
এ কারণে আমি বলি আগে সুন্দর দিন কাটাইতাম

আলাদিন... চায়ের কাপে ঝড় তুলতো সবার প্রিয় টিন টিন

স্মার্ট ফোন আর ট্যাব এর যুগে এখন সবই হারাই গেছে
হায়রে ঢাকা সিটির রং বদলাইছে

পড়া ফেলে সিনবাদ দেখা সালমান শাহ্ এর ভিউ কার্ড কেনা
আলিফ লায়লা টারজান গেল কই?

ও বিলু চাচা চৌধুরী আজ পেন্টমের বেপাল রাজা... বন্ধুর সাথে কমিকস বদল নাই

হায় সে দিন গেল কই... মোরা ফেসবুক চালাই
দুনিয়া গোল্লায় যাক না...

ও ঢাকারে... ঢাকারে...
ঢাকারে ছেড়ে যাবোনা...

পাশের ছাদে টাঙ্কি মারা... অলিতে গলিতে মোস্তফা খেলা
মৌসূম পাইলে বাজি পটকা পড়ছে সব মাটি চাপা

ফুল ভলিউম এ গান ছাড়া
Artcell James LRB শোনা
স্কুল মাঠে কনসার্ট দেখা
খাইল সব পাইরেসি আপা

ও ঢাকারে... ঢাকারে...
ঢাকারে ছেড়ে যাবো না

ও ঢাকারে... ঢাকারে...
ঢাকারে ছেড়ে যাবো না



Credits
Writer(s): Bibek, Tanjib Sarowar
Lyrics powered by www.musixmatch.com

Link