Koyekta Phool

কয়েকটা ফুল দিয়ে বাসর সাজানো যদি যায়
কয়েকটা ফুল দিয়ে বাসর সাজানো যদি যায়
কিছু ভুল আর অবহেলা দিয়ে আমি
জীবন সাজাতে কেন পারি না?

কয়েকটা ফুল দিয়ে বাসর সাজানো যদি যায়
কয়েকটা ফুল দিয়ে বাসর সাজানো যদি যায়

বারে বারে কেন এসে তোমার ছায়া আমাকে উতলা করে দেয়?
বারে বারে কেন এসে তোমার ছায়া আমাকে উতলা করে দেয়?
আমার সুখের নদী থমকে দাঁড়িয়ে আজ বেদনার সুরে গান গায়
সুখ যদি পেয়ে থাকো, আমি কেন আরো দুঃখ পাই না?

কয়েকটা ফুল দিয়ে বাসর সাজানো যদি যায়
কিছু ভুল আর অবহেলা দিয়ে আমি
জীবন সাজাতে কেন পারি না?

কয়েকটা ফুল দিয়ে বাসর সাজানো যদি যায়

থেকে থেকে মনে হয় তোমার কথা, আমার জীবনজুড়ে ছিলে
ও, থেকে থেকে মনে হয় তোমার কথা, আমার জীবনজুড়ে ছিলে
এখনো রয়েছো সুখের ফুলে হৃদয় নিয়ে, একরাশ অবহেলা দিয়ে
আমি চাই আরো জ্বালা, সারা দিবানিশি কেন জ্বলি না?

কয়েকটা ফুল দিয়ে বাসর সাজানো যদি যায়
কয়েকটা ফুল দিয়ে বাসর সাজানো যদি যায়
কিছু ভুল আর অবহেলা দিয়ে আমি
জীবন সাজাতে কেন পারি না?

ও, কয়েকটা ফুল দিয়ে বাসর সাজানো যদি যায়
কয়েকটা ফুল দিয়ে বাসর সাজানো যদি যায়



Credits
Writer(s): Nakib Khan
Lyrics powered by www.musixmatch.com

Link