Distant

আমার ভিনদেশি তারা
একা রাতেরই আকাশে
তুমি বাজালে একতারা
আমার চিলেকোঠার পাশে

ঠিক সন্ধ্যে নামার মুখে
তোমার নাম ধরে কেউ ডাকে
মুখ লুকিয়ে কার বুকে
তোমার গল্প বলো কাকে?

আমার রাত জাগা তারা
তুমি নাও না কথা কানে
তোমার কিসের এতো তাড়া?
রাস্তা পার হবে সাবধানে

তোমার গায় লাগে না ধুলো
আমার দু'মুঠো চাল-চুলো
তোমার গায়ে লাগে না ধুলো
আমার দু'মুঠো চাল-চুলো



Credits
Writer(s): Samprita Das Roy, Sarthak Ray
Lyrics powered by www.musixmatch.com

Link